বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালের ন্যক্কারজনক ঘটনায় রাজ্য রাজনীতিতে বড় ঝড় উঠেছে। আজ মঙ্গলবার ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। পুলিশ প্রশাসন গোটা নবান্ন এলাকা ঘিরে রেখেছে। এ দিন সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচি নিয়েছে বিজেপি। পাঁচ দিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বিক্ষোভ ধর্না কর্মসূচি চলে গেরুয়া শিবিরের। এবার পথে নামতে চাইছে প্রদেশ কংগ্রেস। আরজি কর কাণ্ডে রাস্তায় নেমে প্রতিবাদ করতে চান অধীর চৌধুরীরা। সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধান ভবন।
আগামী পরশু ২৯ তারিখ আরজি কর কাণ্ডে প্রতিবাদে রাস্তায় নামতে চায় কংগ্রেস। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করতে চান প্রদেশ কংগ্রেস নেতারা। কলকাতা পুলিশের কাছে এই মিছিলের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ মিছিলের কোনও অনুমতি দেয়নি। সে কারণেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দুই কংগ্রেস নেতা।
মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে অধীর রঞ্জন চৌধুরী। এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী কাল এই মামলার শুনানি। অধীর রঞ্জন চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায় এই মামলা করেছেন।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন অধীর চৌধুরী। রাজ্যে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সরব তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনায় কাঠগড়ায় তুলেছেন অধীর চৌধুরী। ছাত্র সমাজের ডাকা মিছিলকে সমর্থন করেছেন তিনি। প্রয়োজনে তিনি নিজেও এদিন নবান্ন অভিযানে পথে থাকবেন। সেই বার্তা দিয়েছেন অধীর চৌধুরী। এবার মিছিলের অধিকারের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি।