বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ছিল বেলা ১টায় নবান্ন অভিযান। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চলেছে সেই অভিযান কান্ড। পুলিশ গতকাল রাত থেকেই প্রস্তুতি নিয়েও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেই অভিযান আটকাতে।

বিশেষ করে হাওড়ার দিক থেকে আসা মিছিল, সাঁতরাগাছির মিছিল আটকাতে পুলিশ প্রচুর জল কামনা ব্যবহার করে, মুহুর্মুহু কাঁদানে গ্যাস ছোঁড়ে, লাঠি চার্জ করেও কিছুতেই নিয়ন্ত্রনে আনতে পারে নি বিক্ষোভ। বিক্ষোভকারীদের দুটো শ্লোগান -‘ উই ওয়েন্ট জাস্টিস’ ও ‘দাবি এক, দফা এক/মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’

সবটা মিলিয়ে খুবই উত্তপ্ত পরিবেশ। মাথা ফাটলো পুলিশের। গ্রেফতার করা হলো অনেক আন্দোলনকারীকে। হাওড়ায় পরিস্থিতি উত্তপ্ত। নবান্ন অভিযানে ধরা পড়ল বেনজির ছবি। পুলিশকে মাটিতে ফেলে লাঠি দিয়ে মার আন্দোলনকারীদের। মারা হয় লাথিও। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। দেখা গেল কয়েকজন আন্দোলনকারী নবান্নের নর্থ গেটের কাছাকাছি চলে আসে। জানা যাচ্ছে, তাঁরা নবান্ন চত্বরেই থাকেন। আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে চিৎকার করতে শুরু করেন। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন তাঁরা। এরপর পুলিশ এসে তাঁদের সকলকে সেখান থেকে সরিয়ে দেয়। ওদিকে বড়ো বাজারে মহাত্মাগান্ধী রোডে বিক্ষোভ আটকাতে সম্পূর্ণ ব্যর্থ পুলিশ। কয়েক হাজার বিক্ষোভকারী জাতীয় পতাকা নিয়ে এগিয়ে চলে। পুলিশের ব্যারিকেট ভেঙে দেয় তারা। পুলিশ লাঠি নিয়ে ছুটে গেলে আন্দোলনকারীরা রাস্তায় বসে পারেন। পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে বুধবার বিজেপি ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে। সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *