বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তদন্তের মূল লক্ষ্য ছিল তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকান্ড। এবার CBI এর উপর এসেছে নতুন দায়িত্ব ডাঃ সন্দীপ ঘোষের নেতৃত্বে আর জি করের সীমাহীন দুর্নীতি।

আর সেই তদন্তে নেমেই রবিবার CBI একসঙ্গে ১৫ জায়গায় অভিযান করে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। জানা গিয়েছে, গতকাল তল্লাশির সময়ই সঞ্জয় বশিষ্ঠের হাতে নোটিস ধরিয়েছিল সিবিআই। আজ জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, আরজি কর হাসপাতালের ছত্রে ছত্রে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারেন প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত এই সঞ্জয় বশিষ্ঠ। তিনি ছিলেন ডাঃ সন্দীপের খুবই ঘনিষ্ঠ। এবার প্রশ্ন উঠেছে, আসল তদন্তের কোনো দিশা কি CBI খুঁজে পেয়েছে? নাকি CBI এখনও গভীর অন্ধকারে। CBI এর তদন্তের শ্লথ গতি দেখে ধৈর্য হারাচ্ছেন সকলেই।

প্রসঙ্গত, রবিবার নিজের বাড়ির বাইরে বেরিয়ে আসতেই ডাঃ সন্দীপকে দেখে চোর ডাক্তার’ স্লোগান দেন প্রতিবেশীরা। সূত্রের খবর, এদিন সন্দীপের তিনতলা বাড়ির প্রতিটি ঘরের আনাচে কানাচে তল্লাশি চলেছে। এদিন তল্লাশির পাশাপাশি আরও এক দফায় সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেছে। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, সন্দীপের বাড়ি থেকে বেশ কিছু নথি ও ফাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এখন দেখার আজ CBI দপ্তরে কোন কোন প্রশ্নের মুখোমুখি হন ডাঃ সঞ্জয় বশিষ্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *