বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রভাব পড়েছে সর্বত্র। এর প্রতিবাদের রাস্তায় নেমেছেন সর্বস্তরের মানুষ, যাদের মুখে একটাই শ্লোগান – ‘উই ওয়ান্ট জাস্টিস।’ ওই নির্মম ও মর্মান্তিক কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছে বেশ কিছু পুজো কমিটি।
তারা বলেছেন, যেখানে জীবন্ত দুর্গা সুরক্ষিত নয়, সেখানে মাটির দুর্গার সুরক্ষার জন্য তারা সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা নেবে না। উত্তরপাড়ার শক্তি সংঘ এই বার্তার পথ প্রদর্শক। তারপর থেকে একে একে অনেকেই ওই পথ অনুসরণ করে পুজোর অনুদান প্রত্যাখ্যান করছে। সেই তালিকায় আছে উত্তর পাড়ার মহিলা পরিচালিত তিনটি ক্লাব – বৌঠান সংঘ, শক্তি সংঘ ও আপনাদের দুর্গাপুজো। এছাড়াও ওই উত্তর পাড়ার আরো একটি ক্লাব অনুদান নেবেন না জানিয়ে দিয়েছে। একই বার্তা দিয়েছে নাগেরবাজারের একটি পুজো কমিটি। এছাড়াও জয়নগর ও মুর্শিদাবাদের একটি পুজো কমিটি অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে। গতকালই সেই তালিকায় নাম জুড়েছে কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিরও। স্বাভাবিক কারণেই প্রমাদ গুণছে সরকার তথা তৃণমূল।
এই পরিস্থিতিতে মাঠে নেমেছেন তৃণমূলের কুনাল ঘোষ। তিনি বলেন, যে পুজো কমিটি সরকারের পুজোর টাকা নেবে না বলছে, তারা আগের বছরগুলির টাকা ফেরত দিয়ে দিন। তিনি ট্যুইট করে বলেছেন, “যে পুজোকমিটি এই ইস্যুর সঙ্গে পুজো মিশিয়ে পুজোর টাকা নেবেন না বলছে, তারা এতবছর যা নিয়েছে, সবটা ফেরত দিক।” এই নিয়ে প্রতিক্রিয়া পাওয়া গেছে সাধারণ মানুষের কাছ থেকে। তারা বলছেন, এ বছর একটা ঘটনার প্রেক্ষিতে পুজো কমিটির প্রতিবাদের সঙ্গে হঠাৎ করে কুনাল ঘোষ কেন আগের বছরগুলোকে মিলিয়ে দিয়ে একটা ঘোল পাকানোর চেষ্টা করছেন? আর কুনাল ঘোষ যেহেতু সরকারের কেউ না, তাই এই কথা বলার অধিকার নেই কুনাল ঘোষের। তবে সাধারণ একজন নাগরিক হিসাবে তিনি নিশ্চই তাঁর মতামত দিতে পারেন।