বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল অর্থাৎ ২৭ তারিখ আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির পূর্ব ঘোষিত নবান্ন অভিযান। যদিও সেই অভিযানের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয় নি বলে জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই নবান্ন অভিযান নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সেই বিষয় নিয়েই সোমবার সাংবাদিক সম্মেলন করে কুনাল ঘোষ দুটি ভাইরাল ভিডিও প্রকাশ করেন।
সেই ভিডিওতে নবান্ন অভিযান সম্পর্কে বলতে গিয়ে দু জনকে বলতে শোনা গিয়েছে, ‘একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না৷ গুলি চলবে, রবার বুলেট চলবে৷’ ‘২৭ তারিখ ওখানে বডি পড়বেই’, এমন মন্তব্যও শোনা গিয়েছে ভিডিওতে৷ যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করিনি আমরা। প্রশ্ন উঠছে, হঠাৎ করে ওই ভিডিও সামনে এনে কি প্রমাণ করতে চাইছেন কুনাল ঘোষ? তিনি আরো বলেন, আগামিকালের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় চক্রান্ত চলছে৷ এমন কি, পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের উপর গুলি চালানো হতে পারে বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুনাল ঘোষ বলেন, এই মুহূর্তে বিজেপির একটা বডি চাই। মৃতদেহ নিয়ে রাজনীতি করার জন্য ওরা মুখিয়ে আছে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, এটা শকুনের রাজনীতি করছে বিজেপি।