বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ডাঃ সন্দীপ ঘোষ এই মুহূর্তে CBI এর কঠিন নজরে থাকলেও আর জি করে তাঁর প্রভাব ছিল প্রবল। একেবারে হসপিটাল গেট থেকে সুপার পর্যন্ত তার একটা চেন ছিল। তাঁর ইচ্ছার বিরুদ্ধে আর জি করের একটা ইট পর্যন্ত নাড়ানোর ক্ষমতা কারোর ছিল না।
এক রাশ ক্ষোভ উগ্রে দিয়ে এই কথা বললেন, ওই হসপিটালের প্রাক্তন কর্মী তারক চক্রবর্তী। তিনি আরো বলেন, সবাই ডাঃ ঘোষকে বলতেন ‘আর জি করের মুখ্যমন্ত্রী’। স্বাস্থ্য দপ্তর বলে কিছু আছে, তেমন তিনি মনেই করতেন না। স্বাস্থ্য দপ্তরও কোনো অজানা কারণে তার বশ্যতা মেনেও নিয়েছিলেন।
তিনি তীব্র ক্ষোভ নিয়ে আরো বলেন, “কীভাবে দুর্নীতি হয়েছে, তা চোখের সামনে দেখেছি। আর সন্দীপ ঘোষকে গুণ্ডা সর্দার বললেও ভুল হবে না। মর্গ থেকে ফার্মেসি- সব জায়গায় চলত দুর্নীতি।”
সাংবাদিকদের তিনি বলেন, শুধু পুলিশ নয়, নিজের নিরাপত্তার জন্য ব্যক্তিগত বাউন্সারও রেখেছিলেন প্রাক্তন অধ্যক্ষ। সন্দীপের চালচলন বর্ণনা করতে গিয়ে তারক চট্টোপাধ্যায় বলেন, “উনি যখন ঢুকতেন, তখন আগে ৩-৪ জন থাকত। তারা বলত, সরে যান সরে যান… । ঠিক যেন মুখ্যমন্ত্রী ঢুকছে।” এবার একে একে সবাই যত মুখ খোলা শুরু করেছেন, ততই বিপদ বাড়ছে ডাঃ সন্দীপের।