বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একটাই বাক্য -‘উই ওয়ান্ট জাস্টিস’ নাড়িয়ে দিয়েছে সারা ভারতকে। সুকান্তের ভাষায় – ‘বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ।’
কে থামাবে তাদের? এরই মধ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে, স্কুল চলাকালীন কোনো পড়ুয়াকে কোনো রাজনৈতিক মিছিলে নেওয়া যাবে না। এর পরেও উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ শনিবার ছুটির পড়ে বের করেন প্রতিবাদ মিছিল। জানা যাচ্ছে, উত্তরপাড়া অমরেন্দ্র বয়েজ স্কুলের ছাত্র শিক্ষক ও অভিভাবকরা সকলে মিলে এ দিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই প্রসঙ্গে স্কুলের টিচার ইনচার্জ জানিয়েছেন, স্কুল ছুটির পরে মিছিল সংঘটিত করা হয়েছে। কোনও ছাত্র বা শিক্ষককে জোর করে রাস্তায় নামাতে হয়নি। নিজেরাই পথে নেমেছেন। সুশান্ত রায় নামে এক শিক্ষক বলেন, “ছাত্ররা সমাজের সব থেকে স্পন্দনশীল অংশ। এই ঘটনাতেও একজন ছাত্রীকে যৌন হেনস্থা ও খুন করা হয়েছে। তাই ছাত্ররা পথে নেমেছে। আমি একজন শিক্ষক হিসেবে মনে করি শিক্ষকরা সমাজের মেরুদন্ড।” স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, এটা কি স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকাকে অমান্য করা নয়।
ওই স্কুলের পক্ষ থেকেই বলা হয়েছে, না এর সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকার কোনো সম্পর্ক নেই। কারণ ওই নির্দেশিকায় বলা হয়েছে কোনো রাজনৈতিক মিছিলে যেতে পারবে না। এটা কোনো রাজনৈতিক মিছিল নয়, এটা সামাজিক ন্যায় পাওয়ার মিছিল। তাছাড়াও এটা করা হয়েছে স্কুল ছুটির পরে।