বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি করের মর্মান্তিক ঘটনা নিয়ে যখন সারা বাংলা উত্তাল তখন তৃণমূলপন্থী শিল্পীরা অনেকেই নীরবতা পালন করছেন। তার মধ্যে আছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
এর আগে লাইভ ভিডিয়োয় এসে কান্নাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তার পর থেকে বিতর্ক যেন আরও কিছু বেড়ে গিয়েছে। এরই মধ্যে জানা যাচ্ছে, চ্যানেল কর্তপক্ষ বাতিল করে রচনা সঞ্চালিত রিয়্যালিটি শো-এর অডিশন। তার পর থেকে সমাজমাধ্যম ভরে গিয়েছে নানা ধরনের মিম পোস্টে। এমনিতে ‘দিদি নম্বর ১’ শো-এর জনপ্রিয়তা কম নয়। গত ১০ বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো। তিনি বড়ো পর্দায় অভিনয় ছাড়লেও এই শোয়ের জন্য তাঁর খ্যাতি কিন্তু চূড়ান্ত। এবার কি আর জি কর কান্ড নিয়ে বিষয়টা ঘুরতে চলেছে? এমন প্রশ্ন কিন্তু উঠে গেছে।
পুরো সমাজ মাধ্যমে রচনা ও দিদি নম্বর ১ বয়কটের ডাক দিয়েছে অনেকেই। এক জন রচনার ছবি পোস্ট করে লেখেন,”আর কি দিদি নম্বর ১-এ যাওয়ার ইচ্ছা আছে?” সেখানে অনেকেই লিখেছেন,”বয়কট দিদি নম্বর ১।” কেউ কেউ আবার লিখেছেন,”রচনার এত নাটক দেখে বিরক্ত লেগে গেল।” আবার কেউ লিখেছেন,”ইনি নাকি জনপ্রতিনিধি! দিদি নম্বর ১ অবিলম্বে বন্ধে করে দেওয়া উচিত।” তবে রচনার পক্ষে আছেন টলি পাড়ার অধিকাংশ – যারা প্রধানত তৃণমূলপন্থী বলে পরিচিত। তারা বলছেন, মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শো। বরং টিআরপি নাকি আগের চেয়ে বেড়েছে। তবে এত আলোচনা সমালোচনার পর আর কোনও মন্তব্য করেননি রচনা। এখন দেখার যে কোথাকার জল কোথায় গড়ায়?