বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আড়াই বছর অতিক্রম করে গেছে কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে রাশিয়া আর তার কয়েক মাস পরেই গেলেন ইউক্রেন সফরে।

ইউক্রেনে নেমেই মোদী বললেন, “আমরা নিরপেক্ষ নই। প্রথম থেকে আমাদের একটাই পক্ষ। আমরা সব সময় শান্তির পক্ষে। আমরা বুদ্ধের দেশ থেকে এসেছি। যেখানে যুদ্ধের কোনও স্থান নেই। আমাদের দেশ মহাত্মা গান্ধীর দেশ। যিনি গোটা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছেন।” তিনি স্পষ্ট করেই বলেন, অমরা নিরপেক্ষ নই, আমরা শান্তির পক্ষে। চলতি বছরেই রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি। আলিঙ্গন করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। যা নিয়ে নমোকে তোপ দেগেছিলেন জেলেনস্কি। কিন্তু এই সফরে মোদি-ম্যাজিকে মুগ্ধ তিনি। অতীতের তিক্ততা ভুলে যুদ্ধ বন্ধে তাঁর ভরসা মোদিই। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধের সমস্ত ক্ষত চিহ্ন ঘুরে দেখেন নমো। খুশি ইউক্রেনের নাগরিক মহল। তারাও বলছেন, পৃথিবীতে স্থায়ী শান্তি আনতেই হবে।

কিয়েভে পৌঁছে বৈঠক করেছেন সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে। আর এই শান্তি ফেরাতে জেলেনস্কিকে পুতিনের সঙ্গে আলোচনায় বসার ‘কূটনৈতিক’ পরামর্শ দিয়েছেন মোদি। যদি দুদেশ বৈঠকে বসে তাহলে সবরকম সাহায্য করবে দিল্লি। ইউক্রেনের ভৌগোলিক অখন্ডতা বজায় রাখার পক্ষে সওয়াল করেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *