বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একটানা বৃষ্টিতে জলমগ্ন শহরের গুরুত্বপূর্ণ এলাকা।প্রায় এক ঘন্টা একনাগাড়ে বৃষ্টি শুরু হয় দুপুর আড়াইটা নাগাদ। আর এর জেরে হাওড়া ময়দান,পঞ্চানন তলা,টিকিয়াপাড়া, রামরাজাতলা,বেলগাছিয়া সহ পুর এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
দুর্ভোগে পড়েন মানুষ।কোথাও কোথাও হাটু সমান জল জমে যায়।জল কখন নামবে সেটাই বড় প্রশ্ন।পুরসভা সূত্রে জানানো হয়েছে যেভাবে একটানা বৃষ্টি হচ্ছে তাতে জল নামাতে সমস্যা হচ্ছে।তবে অতিরিক্ত পাম্প চালানো হচ্ছে।ফের বৃষ্টি না হলে জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস পুর কর্তৃপক্ষের।পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান ৬৭ টি পাম্প চালানো হচ্ছে।এছাড়া বেলগাছিয়া ও কোনা এক্সপ্রেস ওয়ে সংলগ্ন রাস্তায় দুটি বড় পাম্প চালানো হচ্ছে।সমস্যা হচ্ছে গঙ্গার জলস্তর বেড়ে গেছে বৃষ্টির জন্য তাই পাম্পের সাহায্যে জল নামানোর চেষ্টা করলেও সেই জল ফের শহরের রাস্তায় চলে আসছে।তবুও প্রচেষ্টা চালানো হচ্ছে।