বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দীর্ঘ ৭৮ বছর ভারত স্বাধীন হলেও এর মধ্যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজী দেশাই একবার পোল্যান্ড সফর করেছিলেন। তারপরে ৪৫ বছর পরে আবার গেলেন নরেন্দ্র মোদী।

ভারত-পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর উদযাপন করবেন মোদি। বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ ওয়ারশর বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী মোদির বিমান। সেখানে তাঁকে উষ্ণ অভ্যার্থনা জানানো হয়। নমো পোল্যান্ডে যাওয়ায় উচ্ছ্বসিত সেদেশের প্রবাসী ভারতীয়রাও। হোটেলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে। তাঁদের পোশাকেও রয়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। কেউ পরেছেন শাড়ি, কেউ পরেছেন লেহেঙ্গা-চোলি। পুরুষদের পরনে কুর্তা-পাজামা। মোদিকে স্বাগত জানানোর জন্য গরবা নাচের প্রস্তুতি নিয়েছেন নৃত্যশিল্পীরা। প্রবল খুশিতে ভাসলাম প্রধানমন্ত্রী নিজেও।

পোল্যান্ডে পৌঁছে এস্ক হ্যান্ডেলে মোদি লেখেন, ‘পোল্যান্ডে এসে খুবই ভালো লাগছে। এখানে আমার বেশ কিছু কর্মসূচি রয়েছে। এই সফর আমাদের বন্ধুত্বকে অন্য মাত্রায় পৌঁছে দিতে ও দুদেশের মানুষদের উন্নতি সাধনে খুবই গুরুত্বপূর্ণ।’ একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানাচ্ছে, বুধবার মোদি শ্রদ্ধা জানাবেন জাম সাহেবের স্মৃতিসৌধে। বৃহস্পতিবার তিনি বৈঠক করবেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে। সাক্ষাৎ করবেন সেদেশের রাষ্ট্রপতি আন্দ্রেজ সেবাস্তিয়ান ডুদার সঙ্গে। এছাড়া সেখানকার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেবেন মোদি। এই বছর ভারত-পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হয়েছে। স্বাভাবিক কারণেই দুই দেশের মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *