বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে চলেছে বিজেপির অবস্থান কর্মসূচি। সেই কর্মসূচি মঞ্চে আছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। আর সেই কর্মসূচিতেই যোগ দেন বিরোধী দলনেতাও।

আর সেখানেই একের পর এক বিস্ফোরক দাবি করেন তিনি। শুভেন্দু অধিকারী সোজা এক গুচ্ছ অভিযোগ আনেন ডাঃ সন্দীপ ও রাজ্য সরকারের বিরুদ্ধে। বলেন, সন্দীপ ঘোষের কুকীর্তি জেনে গিয়েছিল বোনটি। এমনকি বাংলাদেশে ওষুধ পাচার নিয়েও তথ্য সে জেনে গিয়েছিল।আর সেই কারণেই খুন বলে দাবি নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। স্বাভাবিক কারণেই এই নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক চাপন-উতোর।

শুভেন্দু বলেন, প্রথম দিন থেকেই এই ঘটনাকে চেপে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। রাতের রোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, সিসিটিভি মুছে দেওয়া হয়েছে, এমনকি ভিসেরা, রক্তের নমুনাও পালটে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি। এরপরেই শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কি লুকাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলেন, এমনকি পরিবারকে কার্যত বন্দি করে রাখা হয়েছিল বলেও দাবি। পরিবারকে মুখ খুলতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন,এটা কখনই একজনের কাজ নয়, একাধিক ব্যক্তি ঘটনায় জড়িত। কলকাতা পুলিশ কমিশনার সহ আরও দুই পুলিশ আধিকারিককে হেফাজতে নিয়ে জেরার দাবি জানান তিনি । একই সঙ্গে কল রেকর্ড পরীক্ষা করারও দাবি জানান বিরোধী দলনেতা। সবটা মিলিয়ে বেশ উত্তেজনা তৈরী হয় শ্যামবাজার চত্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *