বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মুহূর্তে বাংলার অন্যতম খলনায়কে পরিণত হয়েছেন আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল ডাঃ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে ক্ষোভ এতটাই তীব্র যে এবার দাবি উঠলো স্কুলের কৃতি ছাত্রের নামের তালিকা থেকে তার নাম মুছে ফেলার। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রদের তালিকার বোর্ড থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দেওয়ার জন্যে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন জানালো প্রাক্তন ছাত্ররা।
১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে এখান থেকে। উচ্চমাধ্যমিকে বনগাঁ উচ্চ বিদ্যালয় মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করায় স্কুলের কৃতি ছাত্রদের তালিকার বোর্ডে নাম রয়েছে তাঁর। বুধবার বন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা প্রধান শিক্ষক কুনাল দে-এর কাছে একটি লিখিত আবেদন জমা দেন। বাস্তবিক সন্দীপ ঘোষের উপর তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা ভারতে।
বনগাঁর এই স্কুলের কৃতি ছাত্রের তালিকায় আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁর নামের সঙ্গে কোনো কারণেই সন্দীপ ঘোষের নাম তারা দেখতে চান না। এক প্রাক্তনী বলেন,”আজ তাকে রাজ্য পুলিশ ডাকছে, সিবিআই তলব করছে। সেই কারণে আমাদের আর্জি স্কুলের কাছে ওঁর নাম কৃতি ছাত্রদের বোর্ডে না থাকে। কোথাও গিয়ে বনগাঁ হাইস্কুলের গৌরব নষ্ট করছে।” এদিকে প্রধান শিক্ষক জানিয়েছেন, যদি সন্দীপ ঘোষ দোষী সব্যস্ত হয়, তখন সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।