বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে বাংলায় একটাই শ্লোগান -‘উই ওয়ান্ট জাস্টিস’। মূল অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে। ঠিক সেই পরিস্থিতিতেই রাজ্য পুলিশের বিস্তত পরিবর্তন করলো সরকার। অতিরিক্ত দায়িত্ব পেলেন জাভেদ শামিম।
গোয়েন্দা বিভাগ এবং এডিজি (নিরাপত্তা) পদের দায়িত্বের পাশাপাশি তাঁকে দুর্নীতিদমন শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। এত দিন এই পদের দায়িত্বে ছিলেন আইপিএস আর রাজাশেখরন। রাজ্যপালের এডিসি পদেও বদল করা হয়েছে।
আইপিএস মণীশ জোশী। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন শান্তি দাস। তিনি ডব্লুবিপিএস অফিসার। শান্তি এত দিন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত সুপার ছিলেন। এই প্রথম আইপিএস অফিসারের পরিবর্তে কোনও ডব্লুবিপিএস অফিসার রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব পেলেন। এই পরিবর্তনকে অবশ্য রুটিন পরিবর্তন বলেই ব্যাখ্যা করেছেন লাল বাজার।
স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, যে আর জি কর কাণ্ডের পরে আদালত তীব্র খুব প্রকাশ করেন রাজ্য পুলিশের বিরুদ্ধে। যদিও তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছে রাজ্য পুলিশ। অনেকে অবশ্য মনে করেন, আরজি কর-কাণ্ডে শুধু কলকাতা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েনি। গোটা পুলিশ-প্রশাসনের প্রতি আস্থায় খানিক ঘাটতি তৈরি হয়েছে। ফলে একেবারেই যে সম্পর্ক নেই, সে কথাও বলা যাবে না। বরং একে প্রশাসনিক মহলের একাংশ গোটা পুলিশি ব্যবস্থার রদবদলের প্রাথমিক ধাপ হিসাবে অনুমান করতে চাইছেন। এখন দেখার নতুন পদে এসে তাঁরা কতটা সফল হতে পাড়ে!