বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রশ্ন উঠছে কেন গেলেন সৌমিক আরজি করে? কেউ কি তাঁকে পাঠিয়েছিলেন? সৌমিকের দাবি, তিনি নিজে থেকেই যান ১৪ অগস্টের রাতে। সৌমিক বলেন, “আমার সঙ্গে জিম করেন এরকম অনেকেই গিয়েছিলেন।
সকলে ঢুকছিল, আমিও ঢুকে গেলাম ভিতরে। এরপরই বৃহস্পতিবার পুলিশ ফোন করে।” 14অগস্টের রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সৌমিক দাস নামে এক যুবককে গ্রেফতার করল লালবাজার। দমদমের পূর্ব সিঁথি এলাকার বাসিন্দা সৌমিককে গ্রেফতার করে নাগেরবাজার থানা থেকে কলকাতা পুলিশ লালবাজারে নিয়ে যায়। শুক্রবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা নাগেরবাজার থানায় এসে পৌঁছন। সেখানে এক দফা জিজ্ঞাসাবাদ করার পর নাগেরবাজার থানা থেকে লালবাজারের পথে যাওয়া হয় সৌমিককে।