বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এমন নারকীয়, নির্মম ঘটনায় চুপ থাকা যায় না। সবার পক্ষে চুপ থাকা সম্ভব না। যখন রাজ্যের একদল বুদ্ধিজীবী অপেক্ষা করছেন শাসক দলের অনুমতি পেলেই তারা পথে নামবে, তখন সৌরভ সোচ্চারে প্রতিবাদ জানালেন। তাঁর শহরেই ঘটে গিয়েছে এই পৈশাচিক ঘটনা।
তাই তিনিও এবার চুপ থাকলেন না। কড়া শাস্তির দাবি তুললেন। সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনেই বিচারের প্রসঙ্গ তুললেন সৌরভ। বললেন, ‘খুবই দুর্ভাগ্যের। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত। ভয়ানক। সত্যি ভয়ানক। সব জায়গায় সব কিছু সম্ভব। তাই সেভাবে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। এটা যে কোনও জায়গায় হতে পারে।” তিনি আরো বলেন, আমাদের আরো অনেক বেশি সচেতন হতে হবে। আর এই মুহূর্তে অপরাধীর কঠিনতর শাস্তির দাবি করছি।
এর পরে অবশ্য সৌরভ খুবই সাবধানী পদক্ষেপ নিয়ে বলেন, “আমার মনে হয় না একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুকে নিরাপদ নয় বলে মনে করাটা ঠিক।” এর পরে আরো কিছুটা এগিয়ে সৌরভ বলেন, ‘মেয়েদের নিরাপত্তা পশ্চিমবঙ্গ, ভারতের সমস্ত জায়গায় আছে। খুব ভাল একটা দেশ। পশ্চিমবঙ্গও ভাল রাজ্য। একটা দুর্ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু কড়া পদক্ষেপ করতেই হবে।’ এখানেই সৌরভ এক পা এগিয়ে আবার দু’পা পিছিয়ে গেলেন। আজ সোমবার বাংলার চিকিৎসক মহল কলেজ স্কোয়ার থেকে আর জি কর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন।,