বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি করের নারকীয় ঘটনার পরে সমস্ত দেশের চিকিৎসক মহল প্রতিবাদে সোচ্চার। রবিবার বিভিন্ন মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ারা সাংবাদিক সম্মেলন করেন। জিবি মিটিং ছিল তাঁদের।

জিবি মিটিং শেষে পড়ুয়া ডাক্তাররা বলেন, জুডিশিয়ারি এনকোয়ারি হওয়া দরকার। স্বচ্ছতা রেখে এই তদন্ত হতে হবে। তাঁরা বলছেন, কাজ করতে গেলে আবার যে এমন ঘটনা ঘটবে না, তার নিরাপত্তা কোথায়? পিডিটি অনুষ্টুপ মুখোপাধ্যায় বলেন, “আমরা ঠিক করেছি যতগুলি মেডিক্যাল কলেজ আছে রাজ্যে, তার যারা যারা রেসিডেন্স রয়েছেন আমরা সিজ ওয়ার্কে যাচ্ছি। কিছু কিছু মেডিক্যাল কলেজে আলাদা করে প্রেস রিলিজ করেছে তারা সিজ ওয়ার্কে যাচ্ছে বলে। আজ আমরা সকলে মিলেই বলছি সকলে সিজ ওয়ার্কে যাচ্ছি।

তিনি সাংবাদিকদের আরো বলেন, “আমরা নিজেদের এই সার্ভিস থেকে বিরত রাখব। আমরা আজ, সোমবার বৃহত্তর র‍্যালির ডাক দিয়েছি বিকাল ৪টেয়। কলেজ স্কোয়ার থেকে আরজি কর অবধি যাবে। প্রতিটা মেডিক্যাল কলেজে সিজ ওয়ার্ক করে অবস্থান বিক্ষোভ চলবে। যতদিন না বেসিক দাবি মিটছে।”
অন্যদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে আজ, সোমবার দেশজুড়ে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। যোগ দেবেন দিল্লির এইমস-সহ বড় হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তবে জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সব চিকিৎসককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *