বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। বাংলার প্রায় সর্বত্রই কোথাও হাল্কা আবার কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে একটু বেলা বাড়লে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। আগামী কয়েকদিন এভাবেই রোদ-বৃষ্টির খেলা চলবে।
রবিবার আবহাওয়া অফিসের বার্তা, পশ্চিমবঙ্গে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা। সেই সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। এই দু’য়ের জোড়া ফলায় রাজ্য জুড়ে বৃষ্টি (South Bengal) শুরু হয়েছে বলে খবর। আগামী মঙ্গলবার অবধি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে খবর। সোমবারও আবহাওয়ার বিশেষ বদল হবে না। আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হবে। উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগণার পাশাপাশি এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরেও।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে আজ ভালো বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় তুমুল বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গেই উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগেই প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গ নাজেহাল হয়ে উঠেছিল। আবার বৃষ্টিতে পাহাড়ে ধসে সম্ভাবনা আছে উত্তরবঙ্গে।