বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কাণ্ডের পরে বাংলার বিভিন্ন মেডিকেল কলেজের পরিস্থিতি সামনে আসছে। বাঁকুড়া শহরের এক প্রান্তে রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগ।
আছে নার্স, চিকিৎসকদের হস্টেল। আর সেই জায়গায় এখন অনেকটাই সমাজ বিরোধীদের দেখলে। সুবিশাল চত্বর জুড়ে শুধুই অন্ধকারের রাজত্ব। অভিযোগ, হাসপাতালের ক্যাম্পাসে বেড়েছে সমাজবিরোধীদের দাপট। নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীর পরিজন থেকে শুরু করে মহিলা চিকিৎসক, চিকিৎসা কর্মী ও রোগীর পরিজনেরা। দিনের বেলায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ চত্বর রোগী, রোগীর পরিজনে ঠাসা। কিন্তু রাত নামলেই সেই মেডিক্যাল কলেজ চত্বরই হয়ে ওঠে শুনশান। সুবিশাল মেডিক্যাল কলেজ চত্বর জুড়ে তখন শুধুই অন্ধকার আর সমাজ বিরোধীদের দাপট। খুবই শঙ্কিত মহিলা চিকিৎসক ও মহিলা নার্স সকলেই।
অভিযোগ হাসপাতালের বিশাল অংশে নেই কোনো আলো। হাসপাতালের সুবিশাল চত্বরের বেশিরভাগ অংশ ঢাকা পড়ে যায় ঘন অন্ধকারে। কিছু আলো টিমটিম করে জ্বললেও অধিকাংশ আলো মেরামতি ও রক্ষণাবেক্ষণের অভাবে বছরভর খারাপ হয়ে পড়ে থাকে বলে অভিযোগ। আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে বাড়তে থাকে সমাজবিরোধীদের দাপট। হাসপাতাল চত্বরের বিভিন্ন এলাকায় বসে বহিরাগতদের মদ ও গাঁজার ঠেক। মদ্যপ যুবকেরা দাপিয়ে বেড়ায় হাসপাতাল চত্বর জুড়ে। এই অভিযোগকে সামনে রেখে এবার আন্দোলনে নামার কথা জানাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা।