বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা! বিচার চেয়ে আরজি কর সহ বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে কর্মবিরতি। বিএসসি নার্সিং পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকরা তাতে অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন মেডিক্যাল কলেজেও বিচারের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ।

সামিল হয়েছেন বহু সিনিয়ার চিকিৎসকরা। শাসকদল এবং রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলিও। আর এর মধ্যেই (RG Kar Hospital Doctor Death) নবান্নে শুরু হয়েছে উচ্চপর্যায়ের বৈঠক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) নির্দেশে মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়েছে। যেখানে মেয়র ফিরহাদ হাকিম সহ রাজ্যের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। আছেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। গোটা ঘটনা নিয়ে সার্বিক আলোচনা হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

এছাড়াও এদিন আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Doctor Death) জায়গা নিয়ে এদিন সকালেই কার্যত অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আরজি কর হাসপাতালের আরও একটু জায়গা বাড়াতে হবে। ট্রাম ডিপোর জায়গা জুড়ে স্পেস বাড়ানো যায় কিনা তা নিয়েও কথা বলেন। আর এরপরেই শোনা যাচ্ছে, আরজি কর সংলগ্ন তিন একর জায়গা জুড়ে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ভবনের একটি ফ্লোরের নাম মৃত ছাত্রীর নামে যাতে করা হয় সেই নির্দেশও মুখ্যমন্ত্রী এদিন আধিকারিকদের দিয়েছেন বলে জানা যাচ্ছে।

এদিনের জরুরি বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। বিশেষ করে কীভাবে এই ভবন তৈরি করা যাবে, কাজ কবে থেকে শুরু হবে সমস্ত কিছু নিয়ে এদিন এই বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আজ শনিবার আরজি কর হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের একটি বৈঠক ছিল। যেখানে হাসপাতালের নিরাপত্তা এবং রাতের ডিউটিতে থাকা মহিলা চিকিৎসকের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *