বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এমন ঘটনা সাধারণত ঘটে না। একেবারে ভোর হতেই না হতেই চোর এসে খুলে দিলো দোকান। কাস্টমার উপস্থিত। অগত্যা চোরকেই সাজতে হলো দোকানদার।
চায়ের দোকানে ডিম ভেজে খেয়ে, ক্রেতাদের পাউরুটি টোস্ট, ডিম টোস্ট বানিয়ে বিক্রি করে ২০ প্যাকেট সিগারেট, ১৫ প্যাকেট বিভিন্ন বিস্কুট, ডিম-সহ দোকানের সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। ঘটনাটি ঘটেছে বোলপুরের নেতাজি বাজারে চায়ের দোকানে। চোরের সমস্ত কীর্তি ধরা পড়েছে সামনের কম্পিউটার দোকানের সিসিটিভি ক্যামেরায়। আজব এই চুরির ঘটনায় হতবাক সকলেই। ঘটনাটা ঘটেছে বোলপুরে।
এমন ঘটনায় আবার স্থানীয় সকলে। পুলিশ জানিয়েছে অচিরেই ধরা পড়বে চোর। শান্তিনিকেতনের শ্যামবাটির বাসিন্দা চা দোকান ব্যবসায়ী কৃষ্ণগোপাল দাস জানান, “বাপের জন্মে এমন চোর দেখিনি। আমার দোকানে এসে ২০ টা ডিম ভেজেছে। সকালে দোকানে এসে বিষয়টিà জানতে পারি। নিজে খেয়েছে বিক্রিও করে ক্রেতাদের থেকে টাকা নিয়েছে৷ তার পর সব জিনিস নিয়ে পালিয়েছে। দু’বার চুরি হল আমার দোকানে৷ সর্বস্ব চলে গিয়েছে।”চোরের দুঃসাহসিক কাণ্ডে একদিকে যেমন হাসির রোল উঠেছে। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতিমধ্যেই এই মর্মে বোলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন দোকান ব্যবসায়ী। চোর বাবাজির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।