বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে গভীর সংকটে বাংলাদেশের সদ্য গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে তিনি ভারতে থাকলেও তার যাওয়ার কথা লন্ডনে। কিন্তু গ্রেট ব্রিটেন তাঁকে আশ্রয় দিতে অস্বীকার করেছে।
তাঁর দ্বিতীয় পরিকল্পনা ছিল আমেরিকায় যাবেন। কিন্তু তাতেও রাজি নয় আমেরিকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রভাব তাঁর রাজনৈতিক জীবনে পড়বে কি না, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। মুজিবকন্যার পরবর্তী ঠিকানা কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। কারণ, ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন হাসিনা। তবে তাঁর বোন রেহানা ব্রিটেনের নাগরিক। তিনি হয়তো আর কয়েকদিন পরেই যুক্তরাজ্যের জন্য উড়ে যাবেন। ব্রিটেন প্রত্যাখ্যান করার পর এবার আমেরিকাও তাঁর ভিসা বাতিল করল। গভীর সমস্যায় এখন মুজিব কন্যা। কারণ ভারতে তিনি মোটেই খুব নিরাপদ নয়।
কূটনৈতিক মহলের একাংশের ধারণা হাসিনা সরকারের পতনের পিছনে আছে আসমেরিকার হাত। তবে ভিসা বাতিলের বিষয়টি হাসিনার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে আমেরিকার প্রভাব মারাত্মক। তারা ভিসা বাতিল করায় বাকি পশ্চিমী দেশগুলিও সেই পথেই হাঁটবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার হাসিনার সামনে রাশিয়া শিবির ছাড়া আর কোনো পথ নেই। এখন দেখার হাসিনা কোথায় যান।