বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই সমস্ত দেশে শুরু হয় এক অরাজক পরিস্থিতি। ভাঙা হচ্ছে হিন্দু মন্দির, লুঠ করা হচ্ছে হিন্দুদের দোকান। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারীদের একাংশ। তারা স্পষ্ট বলেন, তাদের লড়াই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, ভারত বা হিন্দুদের বিরুদ্ধে নয়।
এদিকে ইসকনের মন্দির ভাঙারও খবর পাওয়া গিয়েছে। অবাধে চলছে লুঠতরাজ। নিসন্দেহে অরাজকতার পরিবেশ এখন বাংলাদেশে। কিন্তু সেখানেই প্রতিবাদে গর্জে উঠেছেন একদল আন্দোলনকারী।
সোশ্যাল মিডিয়ায় ফরিদপুরের ছবি শেয়ার করে প্রতিবাদ জানালেন পরমব্রত চট্টোপাধ্যায় আর ঋদ্ধি সেন। যেখানে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনকে বাঁচাতে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়েছেন সে দেশের মুসলিম ভাইয়েরা। সকলে রাত জেগে দিচ্ছেন পাহারা। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ফরিদপুরে রামকৃষ্ণ মিশন রক্ষার্থে আমাদের চরকমলাপুর যুব সংঘ টিম পাহারায় রয়েছে। ইন-শা-আল্লাহ আমরা থাকতে পুরো ফরিদপুর শহরে কোন মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেব না। এছাড়া ফরিদপুর ইসকন মন্দির, সাহাপারা মন্দির, পূর্ব আলিয়াবাদ পাটপাশা মন্দির ও চকবাজার মন্দিরেও আমাদের ভলান্টিয়াররা রয়েছে।’ এভাবেই সর্ব ধর্মের মিলনের বার্তা দিলেন একদল মুসলিম যুবক।