বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য বিরাট ধাক্কা। ফাইনাল ম্যাচের আগে বিপদে ভিনেশ ফোগাট। ২ কেজি ওজন বেশি থাকায় তাঁর ফাইনাল ম্যাচে নামতে পারবেন না। ফলে পদক হাতছাড়া হতে চলেছে তারকা কুস্তিগীরের, এমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে।
সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালে তাঁর ওজন ৫০ কেজির বেশি হয়েছে। ফলে ফাইনালে নামার আগেই তাঁকে বাতিল ঘোষণা করা হল।
প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের কুস্তিতে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক নিশ্চিতও করেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে গেল। ভারতের চতুর্থ পদক নিশ্চিত হয়েও হল না।
বুধবার সকালে ভিনেশের ওজন মাপা হয়। সেখানে দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। সেই কারণে ভারতীয় কুস্তিগীরকে ফাইনালে নামতে দেওয়া হবে না। ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সারা রাত অনেক চেষ্টা করেও বুধবার সকালে দেখা গিয়েছে ভিনেশ ফোগাটের ওজন ৫০ কেজির একটু বেশি আছে। ফলে ফাইনা লে নামতে পারবেন না। এই বিষয়ে আর কোনও মন্তব্য করা হবে না। ভিনেশের গোপনীয়তা রক্ষার জন্য সকলকে আবেদন করা হচ্ছে।’
প্রতিযোগিতার নিয়ম অনুসারে, কুস্তিগীরদের অবশ্যই প্রতিযোগিতার উভয় দিনেই তাদের ওজন বিভাগের মধ্যে থাকতে হবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে ইঙ্গিত দেয় যে ফোগাট তার ফাইনালের আগের রাতে প্রায় ২ কিলো বেশি ওজনের ছিল।
এ বারও প্রথম থেকে ভিনেশের পছন্দের ৫৩ কেজি বিভাগে অংশগ্রহণে বাধা দিয়েছিল কুস্তি ফেডারেশেনর এক অংশ। ফল এ বাধ্য হয়ে ওজন কমিয়ে ৫০ কেজিতে নামেন ভিনেশ। তবু দমে যাননি ভারতীয় কুস্তিগীর। নিজেকে তৈরি করেছেন ৫০ কেজি বিভাগের জন্য। কিন্তু ওজন নিয়েই পড়লেন বিরাট বিপদে।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে, এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল ভিনেশের। ফাইনালে তাঁর নামা হচ্ছে না, এমনকী রুপোর পদকও পাবেন না। কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে।
মঙ্গলবার নিজের পাৱফরম্যানন্সের সৌজন্যে চমকে দেন ভিনেশ। ফাইনালে গত বারের সোনাজয়ী জাপানের সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়ে যাত্রা শুরু করেন। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ভিনেশ । সেমিফাইনালে কিউবার গুজমানকে হারিয়ে ফাইনালে উঠেন। তাঁকে ঘিরে দেশ জুড়ে উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু এক লহমায় সবকিছু বদলে গেল।