বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকালেই খবর করেছিলাম যে অলিম্পিকের ইতিহাসে নতুন নজির হরতে চলেছে ভিনেশ। প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে কুস্তির ফাইনালে পৌঁছান তিনি। মঙ্গলবার রাতে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলে সেমিফাইনালে কিউবার ইউসনেলিসকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন।

তার পরেই দুসংবাদ। খবর তাঁকে ফাইনাল থেকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই ঘটনায় ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষাকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানতে চান বিস্তারিত খবর। ঊষার কাছ থেকে প্রধানমন্ত্রী জানতে চান, ঠিক কী ঘটেছে। এই পরিস্থিতিতে ভারত কী কী করতে পারে, সেটাও জানতে চান মোদী। প্রধানমন্ত্রী এটাও বলেন, এই শাস্তির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালে যদি ফোগাটের কোনও লাভ হয়, তা হলে সেটাও যেন করা হয়। ফোগেটের এই সংবাদে সম্পূর্ণ হতাশ ভারতবাসী।

জানা গিয়েছে, বিনেশকে ফাইনাল থেকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিনেশ মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তিতে ফাইনালে উঠেছিলেন। কিন্তু বুধবার তাঁর ওজন ৫০ কেজি থেকে প্রায় ১০০ গ্রাম বেশি বলে জানা যায়। তখনই প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হয় বিনেশকে। বুধবার সকালে বিনেশের বাতিল হওয়ার কথা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে কুস্তিগিরের পাশে দাঁড়ানোর বার্তা দেন মোদী। তিনি লেখেন, “বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব। প্রতিটি ভারতীয়ের অনুপ্রেরণা। আজকের ঘটনাটা বেদনাদায়ক।” বুধবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগাট বাতিল হয়ে গিয়েছে। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ওর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *