বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের পরিস্থিতি আরো উত্তপ্ত। সেই আন্দোলনকারীদের একটা অংশ ভারত বিরোধী শ্লোগান দেওয়া শুরু করেছে। তারমধ্যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন।

সবটা মিলিয়ে ভারতের উৎকণ্ঠার যথেষ্ট কারণ আছে। সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত গোবালের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বৈঠকে বসেছেন।

কিছু সময় আগে জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। ওখানে যে ভারতীয়রা আছেন, তাদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কূটনৈতিক মহল মনে করেন অজিত গোবালের সঙ্গে অমিত শাহর এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান ঠিক করতে হবে। ঠিক করতে হবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া যাবে কিনা। বিশ্ব রাজনৈতিক মহল মনে করে, এই গণবিদ্রোহের পিছনে আসছে একাধিক বিদেশি শক্তির হাত। তাই বিষয়টা শুধু দ্বিপাক্ষিক নয়, এর সঙ্গে যুক্ত আন্তর্জাতিক অবস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *