বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সোমবার কোনোভাবে ভারতে পালিয়ে এসে রক্ষা পেয়েছেন শেখ হাসিনা। কিন্তু ওঁর মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রী ও প্রাক্তন মন্ত্রীরা রয়েছেন গভীর উদ্বেগের মধ্যে। এদিকে আন্দোলনকারীদের ক্ষোভ তৈরী হচ্ছে রাষ্ট্রপতির বিরুদ্ধে। তিনি সোমবার বলেছিলেন যে সংসদ ভেঙে দেবেন।
কিন্তু মঙ্গলবার বেলা বাড়তেও সংসদ রাষ্ট্রপতি ভেঙে দেন নি। তীব্র ক্ষোভ আন্দোলনকারীদের মধ্যে। এরই মধ্যে মঙ্গলবার সকালে আল্টিমেটাম দিলেন আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “রাষ্ট্রপতি গতকাল বলেছেন যে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন। কিন্তু আমরা এখনও দেখছি যে হাসিনার সংসদ রয়ে গিয়েছে।” ৩টের মধ্যে যদি “সংসদের বিলুপ্তি ঘোষণা” না করা হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন “কঠোর কর্মসূচি দিতে বাধ্য” হবে।”
এই পরিস্থিতিতে দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে যাবার চেষ্টা করছেন অনেকেই। হাসিনা পন্থী নেতা মন্ত্রীরা আপাতত আত্ম গোপন করে আছেন। কিন্তু সক্রিয় হয়ে উঠেছে পুলিশ ও বিচার ব্যবস্থা। ইতিমধ্যে মুক্ত করে দেওয়া হয়েছে প্রায় সব বিরোধী নেতাদের। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গ্রেফতার দুই প্রাক্তন মন্ত্রী। দেশ ত্যাগের পথে গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী মহম্মদ হাসান মাহমুদকেও। একই রকম পরিস্থিতি অন্যান্য হাসিনা পন্থী নেতা মন্ত্রীদের।