বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: সুমিত্রা স্বামী সহ কোলকাতায় আসেন চিকিৎসার জন্য। তার সন্তান হয় R.G.Kar মেডিকেল কলেজে। এদিকে ভিসার মেয়াদ শেষ। কিন্তু দেশের পরিস্থিতির জন্য ফিরতে পারছে না। বছর খানেক আগে চিকিৎসার জন্য সপরিবার ভারতে এসেছিলেন সুমিত্রারা।
বারাসতে ভাড়া বাড়িতে থাকছিলেন। কলকাতার আরজি কর হাসপাতালে তাঁদের সন্তান পিয়াসী জন্ম নিয়েছে। সন্তানের চিকিৎসার জন্য আরও কিছু দিন থেকে যেতে হয়েছিল তাঁদের। এ বার তাঁরা ফিরতে চান। কিন্তু দেশে ফেরার রাস্তাই বন্ধ। সন্তানকে কোলে নিয়ে সুমিত্রা বলেন, ‘‘সন্তান জন্ম দিতে ভারতে এসেছিলাম। ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আমরা অনলাইনে আবেদন করেছিলাম, কিন্তু পাইনি। এখান থেকে আমাদের বলছেন, এখন ভিসার মেয়াদ বৃদ্ধি করা যাবে না। আমাদের বলা হচ্ছে, বাংলাদেশে ফিরে যেতে হবে। কিন্তু ওখানে যা পরিস্থিতি, তাতে এখন তো যেতে পারব না।” গভীর উদ্বেগের স্বামী-স্ত্রী। কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছে না।
অগ্নিগর্ভ বাংলাদেশ। কোলকাতায় বাংলাদেশের বহু মানুষ চিকিৎসা করাতে আসেন। তাদের মধ্যে অনেকেই সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশে ফিরতে ভয় পাচ্ছেন সুমিত্রা রানি মণ্ডল। এক মাস পাঁচ দিন বয়সি শিশুকে নিয়ে মঙ্গলবার তাই ছুটে গিয়েছিলেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে। ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে সেখানকার কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন তাঁর স্বামী তুষারকান্তি মণ্ডল। কিন্তু আবেদন গ্রাহ্য হয়নি। সুমিত্রার স্বামী তুষার বলেন, ‘‘আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু হল না। এখান থেকে কর্তৃপক্ষ বলছেন, আমাদের কিছু করার নেই। কিন্তু দেশের পরিস্থিতিও খারাপ। তাই আমরা ভয় পাচ্ছি।” এমন আরো অনেক তুষার, সুমিত্রা এখনও আছেন কলকাতায়। তাদের নিয়ে যথেষ্ট চিন্তায় ভারত সরকার।