বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রথমে ছিল কোটা বিরোধী আন্দোলন। পরে তা হয়ে উঠলো হাসিনা বিরোধী আন্দোলন। আর শেষে সেই আন্দোলন থেকেই আওয়াজ উঠলো ভারত বিরোধী ও হিন্দু বিরোধী শ্লোগান। সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ শুরু হয় ওই মিছিল থেকেই।

এই পরিস্থিতিতে মাঠে নামলেন ওই দেশের বুদ্ধিজীবীদের একাংশ। তাতে রয়েছেন সে দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন-ও। পদত্যাগ দিয়ে দেশ ছাড়ে শেখ হাসিনা। তারপর থেকে শুরু হয় লুঠতরাজ, ভাঙচুর। শুধু তাই নয়, সেদেশের সংখ্যালঘু হিন্দুদের মেরে ফেলা, তাঁদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরও আসছে একাধিক জায়গা থেকে। ইতিমধ্যেই তা নিয়ে সোচ্চার হয়েছেন তারকারা। তাতে সামিল হলেন সেই দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন-ও। বাঁধন স্পষ্ট বলেন, এভাবে আন্দোলনকে বিপথগামী করছে একটি বিশেষ চক্র। তাদের থেকে সাবধান থাকতে হবে।

এও বাঁধন প্রথম থেকেই সেই আন্দোলকে সমর্থন করে এসেছে। কিন্তু যখনই সেই আন্দোলন থেকে হিন্দু বিরোধী আওয়াজ উঠলো বাঁধন তখন প্রতিবাদ করেন। শান্তির ডাক দিয়ে বাঁধন বলেন, “এখনই সহিংসতা ও অগ্নিসংযোগ বন্ধ করার ডাক দিচ্ছি। আমি সবাইকে শান্ত থাকার এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করছি। সাম্প্রদায়িক সহিংসতার খবর গভীরভাবে উদ্বেগজনক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন, যদি আমাদের হিন্দু ভাই-বোন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হয়।’’ অনেক যায়গায় শুরু হয়েছে লুঠ তরাজ। বাঁধন এর তীব্র পরিবাদ করে বলেন,’এই বিপ্লব অযৌক্তিক আক্রমণের কারণে কলঙ্কিত হতে দেওয়া যাবে না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *