আজকের আবহাওয়া
বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এমনিতেই দক্ষিণবঙ্গ এক রকম জলের তলায়। তাতে আবার বৃষ্টির পূর্বাভাস।
আজ সকালে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সুস্পষ্ট নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আপাতত কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া এবং দিঘার উপর দিয়ে বিস্তৃত আছে মৌসুমী অক্ষরেখা। যা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। ফলে আগামী কয়েকদিন আবার ভারী বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পাঁচটিতে ভারী বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি ১০টি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সংবাদ। উত্তরবঙ্গের দুটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিমি থেকে ২০০ মিমি) হবে মঙ্গলবার। দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে।