বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:১৭ বছর পর ক্রিকেট বিশ্বকাপ জয় ভারতের। গতকাল বারবাডোজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুর্ধর্ষ ম্যাচে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে ভারত। ২০০৭ সালের পর ফের বিশ্বকাপ ঘরেে আনল ভারত। রোহিত শর্মাদের এই জয়ের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, চ্যাম্পিয়নস।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস! আমরা গর্বিত’। তিনি আরও লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেট টিমের জন্য গোটা দেশ গর্বিত। ঐতিহাসিক এই ম্যাচ।’ এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তায় বিরাট-রোহিতদের অভিনন্দন জানিয়ে এই বার্তা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে বিরাট-রোহিতদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমার আন্তরিক অভিনন্দন জানাই ভারতীয় ক্রিকেট টিমকে। যেভাবে কঠিন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল ম্যাচ জিতে এসেছে তার ভারতীয় ক্রিকেটারদের দক্ষতাকে কুর্নিস জানাই। এই জয় ঐতিহাসিক জয়। ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে আমরা গর্বিত’
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে। দেশ ভারতীয় ক্রিকেট দলের জন্য গর্বিত। মেন ইন ব্লু যে দক্ষতার পরিচয় দিয়েছে তা অতুলনীয়। এতে তাঁদের একাগ্রতার এবং খেলার প্রতি নিষ্ঠারই প্রতিফলন ঘটেছে ম্যাচে।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মুকেশ মাণ্ডব্য বিশ্বকাপ জয় নিয়ে ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় ক্রিকেট টিমের এই জয়কে দুর্ধর্ষ জয় বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি। গোটা দেশকে গর্বিত করেছে ভারতীয় ক্রিকেট দল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জয়ের জন্য। রোহিত শর্মার নাম করে বিশেষ ভাবে তিনি লিখেছেন, যে ক্যাচ রোহিত শর্মা নিয়েছেন সেটা সত্যিই প্রশংসার যোগ্য। এই দুর্ধর্ষ মেন ইন ব্লু গোটা দেশের গর্ব। ভারতের গর্ব।’