বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মিড ডে মিলের খাবারে ভাসছে আস্ত একটা কাঁকড়া বিছে! আর সেই কাঁকড়া বিছে ফেলে বাকি খাবার খাওয়ার পরামর্শ দিলেন শিক্ষকরা! শুক্রবার এমনই অভিযোগে উত্তাল হলো বাঁকুড়ার (Bankura News) গঙ্গাজলঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ। যা নিয়ে একেবারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।

স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্না (Mid Day Meal) করা হয়। এবং সেই খাবারই সময় মেনে পড়ুয়াদের পরিবেশন করা হয়। আর সেই খাবার খেতে গিয়ে এক পড়ুয়ার নজরে আসে একটি আস্ত কাঁকড়া বিছে পড়ে রয়েছে খাবারের মধ্যে। যা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্কুল পড়ুয়ারা।

মুহূর্তের মধ্যে বিষয়টি (Mid Day Meal) জানাজানি হয়ে যায়। আর তা হতেই পড়ুয়া ও অভিভাবক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্কুল ছুটির পর শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যাওয়ায় উত্তেজিত জনতা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান।

ওই স্কুলের এক ছাত্রীর দাবি, মিড ডে মিলের (Mid Day Meal) খাবারে কাঁকড়া বিছে দেখতে পাওয়ার পর বিষয়টি শিক্ষকদের জানালে বিষয়টি বাড়ির লোককে না জানিয়ে ওই খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দেন। যদিও তার আগে বেশ কয়েক জন ছাত্র ছাত্রী ওই খাবার খেয়ে ফেলে বলে সে জানায়।

অভিভাবক প্রশান্ত লায়েক বলেন, এই স্কুলে দীর্ঘদিন ধরেই মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে শিক্ষকদের অবহেলার ছবি ধরা পড়েছে। এমনকি অভিভাবকরা বিষক্রিয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। যদিও এখনও পর্যন্ত কোন ছাত্র ছাত্রী অসুস্থ না হলেও বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে দাবি অভিভাবকদের। ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনা স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রশান্ত লায়েক।

অন্যদিকে স্থানীয় প্রধান কালীপদ মাঝি বলেন, বিষয়টি শুনেছি। তবে পঞ্চায়েত ও স্কুল দু’টি পৃথক প্রতিষ্ঠান এবিষয়ে কিছুই বলা সম্ভব নয়। একই সঙ্গে পঞ্চায়েতে কেউই বিক্ষোভ দেখায়নি বলে তিনি দাবি করেন। তবে ঘটনায় প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *