বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক,: কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলছে। পুলিশ বুলডোজার এনে দোকান ভাঙছে। এবার হকারদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। ‘দখলদার’ উচ্ছেদে বাধা দিতে বললেন।
প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াতেও প্রস্তুত। বুধবার সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অভিযান শুরু হয়েছে।
হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অমানবিক। এই কথাও শুভেন্দু বলেছেন। সরকারি জমি দখল করার বিরুদ্ধে বিজেপি। কিন্তু এভাবে দখলদার মুক্ত করার পক্ষেও বিজেপি নয়।
সরকারি জমি দখলের বিরুদ্ধে রাজ্য সরকার নেমেছে। এই বিষয়কে ভালোভাবেই নিয়েছিল বিজেপি। পরে দেখা যায়, সরকারি জমি উদ্ধার করা হচ্ছে না। বিশেষ কয়েকটি এলাকার সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে।