বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বাচ্চা চুরি নিয়ে অনেক খবর প্রচারিত হতে বারাসাত পুলিশ মিথ্যা খবর দেওয়ার অভিযোগে ইতিমধ্যে ১৭ জনকে গ্রেফতার করেছে।

কিন্তু আজ সকালের ঘটনায় প্রমাণ হলো, সবটাই মিথ্যা প্রচার নয়, এর মধ্যে অনেক সত্য খবরও আছে। ট্রেনে করেই চোরাই বাচ্চা সাপ্লাই করা হচ্ছে। আজকে হাতেনাতে ধরা পড়লো এক মহিলা চোর।

আজ বুধবার ২৬ জুন, সকাল ৮. ৫১ মিনিটের বনগাঁ – মাঝেরহাট লোকাল ট্রেনের মধ্যে মহিলা কামড়ায় এক মহিলা একাটি বছর খানেকের শিশুকে ব্যাগ বন্দি করে নিয়ে যাচ্ছিলো। হঠাৎ ব্যাগ থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসায় ট্রেনে থাকা সাধারণ যাত্রীদের সন্দেহ হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শিশুর পাচারকারী ওই মহিলা বামনগাছি থেকে ট্রেনে ওঠে। হৃদয়পুর স্টেশন পার করার পরেই বাচ্চাটি কেঁদে ওঠে। একাধিকবার কান্নার শব্দ শুনেও ওই মহিলা কোনরকম পদক্ষেপ করছে না দেখে সাধারণ যাত্রীরা তার ব্যাগ দেখতে চায়। মহিলা যাত্রীরা জোর করে তার ব্যাগ পরীক্ষা করে । ব্যাগের চেন খুলে দেখে তার মধ্যে একটি ১১/১২ মাসের শিশু গরমে ঘেমে দম বন্ধ হয়ে মৃতপ্রায়। শিশু পাচারকারী ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তিনি এভাবেই শিশু নিয়ে যান। অবশেষে বিরাটি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পরে রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। সাথে সাথেই নিমতা থানার পুলিশ অফিসাররা খবর পেয়ে বিরাটি স্টেশনে আসে এবং মহিলাটিকে আটক করে। পরে তাকে রেল পুলিশের অফিসে নিয়ে আসা হয়, এবং জিজ্ঞাসবাদ করে পুরো বিষয়টা ক্ষতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ ও আরপিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *