বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:India জোটের পক্ষ থেকেও বিরোধী দল নেতা নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। আর বিরোধী দলনেতার দায়িত্ব নিতেই নৈতিকতার পাঠ দিলেন রাহুল।

তিনি স্পষ্ট করে বলেন, স্পিকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তিনি বলেন, “স্পিকার স্যর, বিরোধীদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। এই সংসদ দেশের কণ্ঠ। সরকারের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিরোধীরাও দেশের জনগণের কণ্ঠস্বর। বিরোধীরা চায় সংসদ অধিবেশন ভালভাবে হোক। বিরোধীদের কণ্ঠ পৌঁছে দেওয়া জরুরি। আশা করি, আপনি আমাদের কথা বলার সুযোগ দেবেন। সংসদ কত ভালভাবে চলল, সেটা প্রশ্ন নয়। বরং প্রশ্ন হল, দেশের জনগণের কণ্ঠস্বর কতটা শোনা হলো।”রাহুল গান্ধী,অখিলেশ যাদব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতাই গত অধিবেশনের বিরোধীদের গণসাসপেন্সয়ের প্রসঙ্গ তোলেন।

ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পরে তাঁকে স্পিকার আসনে নিয়ে গিয়ে বসান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী মোদী অভিনন্দন জানান তাঁকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাঁকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি স্পিকারকে নিজের দায়িত্বও মনে করিয়ে দেন। রাহুল আরো বলেন, ”এবারের নির্বাচনের ফলাফল বলছে, জনগণ চায় বিরোধীরা সংবিধান রক্ষা করুক। আশা করি, আপনি নিজের দায়িত্ব পালন করবেন।” বিরোধীরা ব্যাপক করতালি দিয়ে রাহুলকে সমর্থন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *