বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্য ও রাজ্যপাল বিতর্ক কিছুতেই মিটলো না। এবার নতুন দুই বিধায়কের শপথ করানো নিয়ে নয়া বিতর্ক। অনড় দু’পক্ষই। একদিকে বরাহনগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার তৃণমূল প্রার্থী রায়াত হোসেন সরকার চাইছেন বিধানসভায় অধ্যক্ষের কাছ থেকে শপথবাক্য পাঠ করতে।

অন্যদিকে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস আবার শপথের জন্য আজ তাঁদের ডেকে পাঠিয়েছেন রাজভবনে। তবে দুই জয়ী তৃণমূল প্রার্থী বলছেন বিধানসভাতেই তাঁরা শপথ নেবেন। ফলে ক্যামেরায় ধরা পড়লো নতুন ছবি।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, দলীয় নির্দেশে এ দিন বিধানসভার সিঁড়িতেই প্ল্যাকার্ড হাতে বসেন দুই জয়ী প্রার্থী। সেখানে লেখা, ‘শপথবাক্য পাঠের জন্য রাজ্যপালের আসার অপেক্ষা করছি’। তাঁদের সঙ্গে বসেছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, “রাজ্যপাল ইচ্ছাকৃত এই পরিস্থিতি তৈরি করছেন। এটা বাঞ্ছনীয় নয়। সব সময় মনে রাখতে হবে মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি।” আবার সায়ন্তিকা বলেন,”আমি নিজেই বুঝতে পারছি না আমাদের ভবিষ্যত কী। কপালের দোষ। মানুষ ভোট দিয়েছেন তাঁরা তো দোষ করেননি। তাই কপাল খারাপ কার বুঝতে পারছি না। আমরা কী ভুল করেছি বুঝতে পারছি না।” তিনি আরও বলেন, “আমি রাজ্যপালের কাছে আবার আবেদন করব, মাননীয় রাজ্যপাল আপনি দয়া করে শপথবাক্য পাঠ করান।” এখন দেখার শেষ পর্যন্ত ঘটনা কোন দিকে যায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *