বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে প্রায় সমস্ত পৌর প্রধানদের কাজের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই পর্যালোচনামূলক বক্তব্যে মুখ্যমন্ত্রী হঠাৎ বাঁকুড়া পৌরসভা নিয়ে আলোচনা করতে গিয়েই থমকে যান।
বলেন, ‘জল নিয়ে ভাল করেছে বাঁকুড়া পুরসভা।’ মুখ্যমন্ত্রীর মুখে কাজের সুনাম শুনে পুরকর্তারা অনেকটাই স্বস্তিতে। ওই বৈঠকে যোগ দেওয়া বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার বলেন, “আমি যে কত খুশি তা ভাষায় বোঝাতে পারব না। দিদি বরাবরই বাঁকুড়া শহরের জলকষ্ট নিয়ে ওয়াকিবহাল। আমাদের নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর শহরের প্রতিটি ওয়ার্ডে জলসংযোগ দেওয়ার কাজ আরও দ্রুততার সাথে করেছি। এখন আর জলের সমস্যা নেই।” তবে তিনি বলেন, আরো দ্রুততার সঙ্গে এবার তারা আরো কাজ শুরু করবেন।
প্রসঙ্গত স্মরণীয়,এ বারের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল জিতলেও মুখ ফিরিয়েছে বাঁকুড়া শহর। পুরসভার ২৪টি ওয়ার্ডে সামগ্রিক ভাবে প্রায় ১৪ হাজার ভোটে বিজেপি ‘লিড’ পেয়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠকে তাই পুরকর্তৃপক্ষকে কড়া বার্তা দেওয়া হতে পারে বলে আঁচ করেছিল রাজনৈতিক মহল। তবে বাস্তবে হয়েছে উল্টো। পানীয় জলের সরবরাহের ক্ষেত্রে বাঁকুড়া পৌরসভার খুবই ভালো কাজের দরাজ সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার মানুষের পানীয় জল প্রধানত নির্ভর করে
শহর ছুঁয়ে বয়ে চলা দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর জলস্তরের উপর। গরমে নদীর জল কমে গেলে স্বাভাবিক কারণেই পানীয় জলের খুবই সংকট দেখা দেয়। এই অবস্থায় বাঁকুড়া পৌরসভা এখন দুর্গাপুর ব্যারাজের নলবাহিত পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের আওতায় এসেছে বাঁকুড়া শহরের ২৪টি ওয়ার্ড। ফলে পানীয় জলের সংকট অনেকটাই কমে গেছে।