বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুর পরিষেবা নিয়ে প্রকাশ্যে তীব্র অসন্তোষ। একেবারে রণং দেহী মেজাজে এক সারিতে পুর চেয়ারম্যান থেকে সচিব, আমলা সবার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নাম ধরে প্রায় এক ঘণ্টা ধরে চলে ধমক।

যা নিয়ে একেবারে অস্বস্তিতে পড়ে যান বৈঠকে থাকা মন্ত্রী এবং পুর চেয়ারম্যানরা। আর এর বৈঠকের পরেই সচিব পদে ব্যাপক রদবদল (Mamata Banerjee)। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজ্যের নতুন পুর সচিব হচ্ছেন বিনোদ কুমার। খুব শীঘ্রই তিনি ওই পদে দায়িত্ব নেবেন বলে ওই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

অন্যদিকে বিবেক কুমার হচ্ছে ভূমি দফতরের নতুন সচিব। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সচিব পর্যায়ে আগামিদিনে আরও রদবদল হতে পারে। যদিও এই বিষয়ে বিস্তারিত ভাবে কিছু সরকারি ভাবে জানানো হয়নি।

এদিনের বৈঠকে বেশ পুর চেয়ারম্যান, নেতা-মন্ত্রীদের পাশাপাশি নাম না করে বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে হাওড়া পুর নিগমের কাজ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। সেখানে জঞ্জাল থেকে রাস্তা একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তোপ দাগেন।

এমনকি সেখানে অবৈধ নির্মাণের জন্য রাস্তায় এ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই বিষয়ে কথা বলতে গিয়ে হাওড়ার দায়িত্বে থাকা অমৃতা রায় বর্মণ, এসডিও’র কথা তোলেন।ব বলেন, যিনি দায়িত্বে আছে অর্মতা তিনি কী করছেন। পাশাপাশি হাওড়া সদরের মহকুমাশাসকেও ভর্ৎসনা করেন।

অন্যদিকে একের পর এক সরকারি জমি দখল হয়ে যাওয়া নিয়েও এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রশাসনিক প্রধান। বলেন, ‘কেউ টাকা খেয়ে এ সব করছেন। নিশ্চয়ই দিয়ে-টিয়ে খাচ্ছেন। আই অ্যাম সরি। কিন্তু এ সব বলতে হচ্ছে। একটা গ্রুপ তৈরি হয়েছে, বলতেই হচ্ছে।” শুধু তাই নয়, রাজ্য সরকার টাকা দিচ্ছে, কিন্তু তাও কাজ হচ্ছে না। মানুষ যদি পরিষেবা না পায় তাহলে পুরসভা কিংবা পঞ্চায়েত রেখে কী লাভ? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *