বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তিস্তার জলবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে যে আলোচনা হয়েছে তার অংশিদার করা হয়নি বাংলাকে। অর্থাৎ মমতা সরকারকে না জানিয়েই তিস্তা জলবণ্টন চুক্তি স্বাক্ষর করেছে মোদী সরকার।

এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে কড়া চিঠি দিয়েছেন। কিন্তু মমতার এই অভিযোগ একেবারেই খারিজ করে দিয়েছে কেন্দ্র।

উল্টে তাঁদের দাবি বাংলা সরকারকে জানিয়েই বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলা সরকার তিস্তা জলবণ্টন আলোচনা নিয়ে সবটাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মিথ্যে অভিযোগ করছেন বলে পাল্টা দাবি করেছে কেন্দ্রে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক বৈঠকে তিস্তা জলবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বাংলাকে যুক্ত না করার অভিযোগে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন িতস্তাতে জল নেই তারপরেও বাংলাদেশকে জল দিয়ে দিচ্ছে মোদী সরকার। বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করা হচ্ছে। তিস্তার জল বাংলাদেশে গেলে উত্তরবঙ্গের একাংশের মানুষ খাবার জল পাবে না।উত্তরবঙ্গের তিস্তা নদীতে জল নেই বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি অভিযোগ করেছেন, তিস্তায় ১১টির বেশি ড্যাম তৈরি করেছে সিকিম। তার জন্য উত্তরবঙ্গে তিস্তায় জল কমছে। বাংলাদেশের সঙ্গে মোদী সরকার যে জলবণ্টন চুক্তির পথে হাঁটছে তাতে উত্তরবঙ্গের মানুষ আগামীদিনে জল পাবেন না। সেকারণে তিনি মোদী সরকারকে কড়া চিঠি লিখেছেন। সমস্যা সমাধান না হলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ আগে তিস্তার জলবণ্টন নিয়ে আলোচনা হতো মোদী সরকারের তার প্রয়োজন মনে করেনি। বাংলাকে ছাড়াই তিস্তার জল বাংলাদেশকে দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। এদিকে সূত্রের দাবি তিস্তার জলবণ্টন করা সম্ভব কিনা তার রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। তারপরেই বাংলাদেশের সঙ্ঘে এই নিয়ে আলোচনা এগিয়েছে।

২০২৩ সালের ২৪ জুলাই পশ্চিমবঙ্গ সরকারের সেত দফতরের চিফ ইঞ্জিনিয়ার পদের প্রতিনিধির মাধ্যমে রিভিউ করা হয়েছিল। সেই রিভিউ রিপোর্ট জমা পড়ার পরেই বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্র। সেই রিভিউ কমিটি রিপোর্ট দিয়েছিল যে তিস্তার জল বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়া হলে তেমন কোনও সমস্যা হবে না। গত বছর অগস্ট মাসেই সেই রিপোর্ট হাতে পেয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *