বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:হুগলীতে রচনার কাছে হারার পড়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কোনো গোষ্ঠী কোন্দল বা দিলীপ ঘোষের মতো ‘কাঠিবাজী’ তত্ত্ব উপস্থিত না করে সংগঠনকে আরো মজবুত করার উপর জোর দিলেন।

বুধবারই হুগলির সাংগঠনিক জেলা কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। লেখেন, “বড় সফলতার বীজ হারের মধ্যে লুকিয়ে রয়েছে।” তিনি অনেকটাই দর্শনিক সুলভ ভঙ্গিমায় নিজের আশাকে প্রকাশ করলেন।

নির্বাচনের পর লকেট চট্টোপাধ্যায়কেও তাঁর হারের কারণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। লকেট বলেছিলেন, “মানুষের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি।” প্রশ্ন উঠেছিল, তাহলে কি অন্তর্ঘাতের কথা বলতে চেয়েছিলেন লকেট? হারের পর ‘কাঠবাজির’ অভিযোগ তুলে সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। তাই লকেটের মন্তব্য নিয়েও প্রবল জল্পনা তৈরি হয়। ফেসবুকে লকেট পোস্ট করে লিখেছেন, “প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি পরাজয়, প্রতিটি ব্যথা সকলের সাথে একটি বড় কোন সফলতার বীজ বহন করে” অর্থাৎ সেই বীজকেই আগামী ৫ বছর ধরে যত্ন নেওয়ার কথা জানালেন লকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *