বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি সারা ভারতে সর্বোচ্চ ভোটে পরাজিত হয়েছে। তিনি তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জীর কাছে ৭ লক্ষের বেশি ভোটে পরাজিত হন।

আর এর পরেই তৈরী হয় সমস্যা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ‘মঙ্গলবার অভিজিৎ দাস ববিকে দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে সাময়িক বহিষ্কারের চিঠি পাঠিয়েছেন বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য প্রতাপ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে জানানো হয়েছে, মঙ্গলবার ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির আমতলা অফিসে যে বৈঠক ডাকা হয়েছিল তাতে হাজির হননি তিনি। অনুগামীদেরও সেখানে আসতে দেননি। উলটে দুষ্কৃতীদের পাঠিয়ে বৈঠক পণ্ড করার চেষ্টা করেছেন। শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে বহিষ্কার করেছেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসেন। তারা ডায়মন্ড হারবারে যান। দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দলের আমতলা পার্টি অফিসে আশ্রয় নেওয়া আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন একদল নারী ও পুরুষ। বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন তাঁরা। এর পর সেখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় মাঝ রাস্তায় অভিজিৎ দাস ববির বাড়ির সামনে বিজেপি নেতাদের কনভয় থামানোর চেষ্টা করেন দলের কর্মীরাই। খবরে প্রকাশ এই সমস্তটাই হয়েছে অভিজিৎ দাসের মদতে। তাই তাঁকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেন রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *