বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সিজিও কমপ্লেক্স সূত্রে জানা যাচ্ছে, আজ সম্ভবত ঋতুপর্ণা উপস্থিত হচ্ছেন সিজিও কমপ্লেক্সয়ে। প্রসঙ্গত, ৫ জুন রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। কিন্তু ওই দিন তিনি হাজিরা দেননি।
পরে তিনি ইডি আধিকারিককে ইমেইল মারফত জানান যে বিদেশে থাকার জন্য হাজিরা দিতে পারছেন না। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির সংখ্যা একাধিক, গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এর সঙ্গে ঋতুপর্ণার কি সম্পর্ক তা নিয়ে ভাবিত নাগরিক মহল।
এর আবে রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে ডেকেছিল ইডি। এবার অবশ্য শুধু ঋতুপর্ণাকে। অভিনেত্রীর আজ সিজিও কমপ্লেক্সে হাজিরার সম্ভাবনা রয়েছে। সেই জন্যই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিজিও কমপ্লেক্সের সামনে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের মহিলা র্যাফ এবং রাজ্য পুলিশের টিম। ভিতরে রয়েছে সিআরপিএফ। ঋতুপর্ণার জন্য বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন দেখার যে তিনি আসেন কিনা!