বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফেব্রুয়ার শেষের পথে। কিন্তু সকালের দিকে বেশ ঠান্ডা হাওয়া। মর্নিং ওয়াকাররা আবার গায়ে হাল্কা গরম জামা পরে নিয়েছেন। গাছে আমের বোল ধরেছে। প্রকৃতি রাজ্যে বেশ মনোরম পরিবেশ। কিন্তু এর মধ্যে হাওয়া অফিস একটা আসন্ন বৃষ্টির বার্তা দিয়েছে। চলতি সপ্তাহে বেশ কিছুদিন ভিজেছে বাংলা। কোথাও কোথাও ঝড়-শিলাবৃষ্টিও হয়েছে। আজ রবিবারও কী তেমনই থাকবে আবহাওয়া? হাওয়া অফিস প্রকাশ করেছে প্রভাতী বুলেটিং।
আজ রবিবার। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে – এমন বার্তা আবহাওয়া দপ্তরের। সোমবার থেকে কোনো কোনো জেলায় বৃষ্টি বাড়তে পারে। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অধিক বৃষ্টির সম্ভাবনা হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতের জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বজ্র -বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে। আগামীকাল পুরুলিয়া, বীরভূমের পাশাপাশি পশ্চিম বর্ধমান বৃষ্টি হতে পারে। পশ্চিমের রাজ্যগুলোতে আবার একটা ঠান্ডা উত্তুরে বাতাস ঠুকছে।
তবে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। পাহাড়ের উঁচুতে মূলত দার্জিলিং ও কালিংপঙে বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা আবার উত্তরে কিছুটা কমে গেছে।