বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রতি বছরের মতো এবছরো ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ হয়ে গেলো ডুয়ার্সের জঙ্গল। আগামী তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে ডুয়ার্সের জঙ্গল। ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর এই তিন মাস জঙ্গলে প্রবেশ করতে পারবেন না পর্যটকরা।

প্রতিবছর বর্ষার সময় এই তিন মাস জঙ্গল বন্ধ করে দেওয়া হয়। এই সময়টা বন্য জন্তুদের প্রজননের সময়। তাদের জীবনযাত্রায় যাতে ব্যাঘাত না ঘটে তাই এই সময় সাধারণের জঙ্গলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকে। বিজ্ঞপ্তি দিয়ে জঙ্গল বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে। ফলে অনেকটাই দুঃখ নেমে এসেছে ব্যবসায়ীদের মধ্যে। এই সময় জঙ্গল ঘন সবুজ হয়ে ওঠে। পাখির কলরবে ভরে ওঠে চারিদিক।

করোনা পরবর্তীকালে পর্যটকের সংখ্যা ডুয়ার্স অঞ্চলে এমনিতেই কম। তারমধ্যে এই বছর আবার পর্যটক অনেক কম। ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিবছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে। বিভিন্ন সময়ে ভিড় উপচে পড়ে হোম স্টে, হোটেল এবং রিসর্টগুলিকে। তবে এবছর গরমের ছুটিতে তেমনভাবে পর্যটক আসেনি বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। শুধু পর্যটক ব্যবসায়ীরাই নয় আর্থিক ভাবে সঙ্কটের মধ্যে রয়েছেন গাড়ির মালিক থেকে ছোটো ছোটো ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *