বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্যে থাবা বসিয়েছে বার্ড ফ্লু। দুই শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত। গত ২ দিন ধরে এই নিয়ে খবর তুঙ্গে। বৃহস্পতিবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার।

তাঁরা জানিয়েছেন মালদহে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে দুই শিশু। মালদহের বার্ড ফ্লুয়ে আক্রান্ত সেই শিশুটি এন আর এস হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আরেকটি অস্ট্রেলিয়া থেকে আসা শিশুর শরীরে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছিল। তবে তাদের সংস্পর্শে আসা কারোর শরীরে বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়েনি। মানুষ থেকে মানুষে সংক্রমণের ঘটনা ঘটেছে।কোন পোল্ট্রি বার্ড এর মৃত্যু হয়নি।

তাই যাঁরা ভয় পাচ্ছেন চিকেন খাবেন কিনা। তাঁরা নিশ্চিন্তে চিকিনে খেতে পারেন। পোল্ট্রি মুরগি খাওয়ারর ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। নজরদারি চালানো হচ্ছে সব জেলাতেই। এন্যদিকে বিবেক কুমার জানিয়েছেন এভি এন ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স হয় সারা বছরে। বছরে ৩০ হাজার স্যাম্পল সংগ্রহ করে। ১৭২৮ টি স্যাম্পল এর মধ্য থেকে কোন এ ভি এন ইনফ্লুয়েঞ্জা পাওয়া যায় না।সমস্ত নমুনা ভোপালে পাঠাতে হয়েছে।

গত দু মাসে ৩৯০ টি নমুনা আসে। কয়েকটি ভোপালে পাঠানো হয়ছে কিন্তু তাতে কোথাও বার্ড ফ্লু ভাইরাস পাওয়া যায়নি। মালদা জেলাতে ৫.৫০ হাজার মুরগির ছানা বিতরণ করা হয়েছে। বার্ড ফ্লু রাজ্যে ধরা পড়েছে,এটা নিয়ে আশঙ্কা নেই। এখনো পর্যন্ত বার্ড ফ্লু এর নমুনা পাওয়া যায়নি। কাজেই অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। বার্ড ফ্লুর উপরে নজরদারি চালানো হচ্ছে।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *