বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর কোনও কথা বলব না, যা বলার জনতাকে বলব। প্রাতর্ভ্রমণে বেিরয়ে সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়েকদিন আগে পর্যন্ত যিনি প্রকাশ্যে দলের একাশের দিকে আঙুল তুলেছিলেন হঠাৎ করে কেন চুপ করে থাকার কথা বলছেন িতনি এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাওয়ার পর বিজেপি রাজ্য সভাপতি পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নাম না করে আঙুল তুলেছিলেন দিলীপ ঘোষ সেই সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাওয়ার পর পরে প্রথম দিনেই দিলীপ ঘোষের কাছে গিয়ে আশির্বাদ নিয়েছেন।
লোকসভা ভোটে দিলীপ ঘোষকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। তাতে হারের মুখ দেখতে হয়েছে তাঁকে। ভোটে হেরে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছিলেন তাঁর বিরুদ্ধে কুড়মিদের খেপানো হয়েছিল। সেই কারণ দেখিয়ে তাঁকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন দিলীপ। এমনকী দলে কাঠিবাজির অভিযোগও করেছিলেন তিনি।