বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জল্পনা সত্যি করে অবশেষে রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করা হয়েছে। রানাঘাট দক্ষিণের প্রার্থী মুকুটমনি অধিকারী,। রায়গঞ্জে প্রার্থী কৃষ্ণকল্যাণী আর বাগদায় প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
সদ্য লোকসভা ভোটের পর্ব মিটিয়েছে রাজ্য। তাতে শাসক দলের জয় হয়েছে। ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তার রেশ কাটে না কাটতেই ফের ভোট রাজ্যে। রাজ্যের চার বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জের বিধানসভায় উপনির্বাচন।
মানিকতলা কেন্দ্রটি সাধন পান্ডের। তাঁর মৃত্যুর পরে কে হবেন প্রার্থী তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছিল সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে প্রার্থী করতে চলেছে বিজেপি। কয়েকদিন আগেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। তাঁকে মানিকতলা উপনির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। কুণাল ঘোষ সুপ্তি ঘোষের সঙ্গে দেখা করে ইঙ্গিত দিয়েছিলেন শ্রেয়া পাণ্ডে নয় সুপ্তি পাণ্ডেকেই প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস।
বাগদা কেন্দ্রে প্রার্থী ঘোষণাতেও বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। বাগদায় টিকিট পাননি বিশ্বজিৎ দাস। রায়গঞ্জে এবার লোকসভা ভোটের টিকিট দেওয়া হয়নি কৃষ্ণকল্যাণীকে। তার পরিবর্তে বিধানসভার টিকিট দিয়েছে শাসক দল। দলের সাফল্য তিনি ধরে রাখবেন বলে জানিয়েছেন কৃষ্ণকল্যাণী। অন্যদিকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে মুকুট মনি অধিকারীকে। তিনিও জানিয়েছেন যে নতুন চ্যালেঞ্জ এবং সাফল্যের সঙ্গে তিনি এই চ্যালেঞ্জ পার করেবন।