বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক মোবাইল: লোকসভা নির্বাচনের ফল বের হবার পরেই বালুরঘাট পৌরসভার পানীয় জল নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। স্থানীয় মানুষেরা জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে পৌরসভার জল খুবই ঘোলা। মানুষ সেই জল পান করতে ভয় পাচ্ছেন। আর এই নিয়েই শুরু হয়েছে দুই শাসক গোষ্ঠীর রাজনৈতিক কোন্দল।
বিজেপি প্রচার করছে, যেহেতু বালুরঘাট অঞ্চলে বিজেপি লোকসভা নির্বাচনে ভালো ভোট পেয়েছে, তাই ওই এলাকার মানুষদের শাস্তি দেবার জন্যই পৌরসভা নোংরা ও অপরিষ্কার জল পাঠাচ্ছে। এর প্রতিউত্তর দিতে দেই করে নি তৃণমূল। পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র বলেন, সব জিনিস নিয়ে রাজনীতি করতে নেই। আমরাও তো বলতে পারি যে, বাংলায় বিজেপি ভালো ফল করে নি বলেই, বাংলায় এখন ট্রেন খুব লেটে চলছে।
পরে তিনি বলেন, পাহাড়ে প্রচুর বৃষ্টির কারণে আত্রেয়ী নদীর জল খুব ঘোলা হচ্ছে। সেই জলকে পানযোগ্য করার জন্য একটু বেশি পরিমানে ক্লোরিন ও অন্যান্য কেমিক্যাল দেওয়ার কারণে জল একটু ঘোলা হচ্ছে। তবে তা স্বাস্থ্য সম্মত। তিনি মানুষের কাছে আবেদন করেছেন, মিথ্যা প্রচারে কান দেবেন না। নির্দ্বিধায় ওই জল পান করুন। দু’চার দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।