বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এতদিন রাজ্যপাল ও তৃণমূল সংঘাত সাধারণ মানুষ দেখেছেন। এবার রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি আক্রমন করলেন বিজেপি রাজ্য নেতৃত্ব।
বিষয় ভোট পরবর্তী হিংসা। চাঁচাছোলা ভাষায় শমীক ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকে বলেন, “ভোট পরবর্তী হিংসা রুখতে আমরা ব্যর্থ। কারণ পুলিশ এখানে আমাদের কথা শুনবে না। কদর্য ভূমিকা পালন করছে। বিভিন্ন জায়গায় প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। সংবিধানের রক্ষাকর্তা রাজ্যপালের বিষয়টি দেখা উচিত।” কিন্তু তিনি আশ্চর্যভাবে নীরব। তিনি আরো বলেন, “এখানে রাজ্যপালের ভূমিকা কী? তাঁর এখানে থাকার প্রয়োজন কী? এটাই এখন সাধারণ মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন।”
জানা যাচ্ছে, বিজেপির তরফে সুর চড়ানোয় তা নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ভোট পরবর্তী হিংসা নিয়েও কথা বলার জন্য, বৃহস্পতিবারই একেবারে ২০০ কর্মীকে নিয়ে রাজভবনের পথে পা বাড়িয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, সকলেই ভোট পরবর্তী হিংসার শিকার। কিন্তু, কেউই ঢুকতে পারেননি রাজভবনে। আগেই আটকে দেয় পুলিশ। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্বাভাবিক কারণেই উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির নেতা কর্মীরা।