বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজনীতির অংক কোনো পাটিগণিতের বইয়ে থাকে না, থাকে রাজনৈতিক নেতৃত্বের মগজে। তাই বলা হয়, রাজনীতি এক সম্ভাবনার শিল্প।

চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হলেন মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, বাগদা উপনির্বাচনে প্রার্থী হলেন মধুপর্ণা ঠাকুর। কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি বিজেপি বিধায়ক ছিলেন নিজ নিজ কেন্দ্রে। সেখান থেকে তাঁরা তৃণমূলে যোগ দেন। তারপরও রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন। তাদেরই আবার প্রার্থী করছে তৃণমূল।

তবে উপনির্বাচনের প্রার্থী তালিকায় নয়া চমক হলেন মধুপর্ণা ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুর ও মমতা বালা ঠাকুরের কন্যা কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন ঠাকুরবাড়িতে অনশনে বসে। বড়মার ঘরের তালা ভেঙে ঢোকার অভিযোগ ওঠে শান্তনু ঠাকুর বিরুদ্ধে। তাঁদেরকে ঘর থেকে বার করে দেওয়ারও অভিযোগ ওঠে। এরপর পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে ঠাকুরবাড়িতে অনশনে বসেছিলেন মধুপর্ণা। এবারের বনগাঁ লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন শান্তনু ঠাকুর। আর সেই পরিবারেরই আরেক সদস্য মধুপর্ণা উপনির্বাচনে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল। অন্যদিকে, মানিকতলায় সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তির ওপরই ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী। মানিকতলার ভোট সামলাতে আসরে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এখন দেখার ভবিষ্যৎ কি বলে!,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *